পদ্মা-মেঘনার মিলনস্থল চাঁদপুর জেলাধীন শাহরাস্তি উপজেলার টামটা (উঃ) ইউনিয়নের অন্তর্গত ইছাপুরা গ্রামে অবস্থিত। ইহা মনোরম পরিবেশে অবস্থিত। অভিজ্ঞ শিক্ষক-মন্ডলী দ্বারা পরিচালিত। ইছাপুরা উচ্চ বিদ্যালয়টি শাহরাস্তি উপলাধীন টামটা উত্তর ইউনিয়নস্থ ইছাপুর গ্রামে অবস্থিত,ডাকঘর-আদর্শ ইছাপুরা।উক্ত প্রতিষ্ঠানটি ইছাপুরা মৌজার অর্ন্তভুক্ত।১৯৪৬ইং সনে ডা: মো. দেরাছত আলী সাহেব বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।বিদ্যালয়টি ১৯৫১ সনে জুনিয়র বিদ্যালয় হিসেবে এবং ১৯৮৪ সনে উচ্চ বিদ্যালয় হিসাবে এম.পি.ও ভুক্ত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস